কত দূর চলে গেছি, যুগলপুকুর,
ছাড়িয়ে অনেকদূর
ধরা পড়ে গেছি,
তোমার কানের লতি, পিঠের কান্ডের
ভাগ হয়ে ভেসে গেছি,
হে বৃক্ষ, প্রণতি।
হে বৃক্ষ, দুফাঁক হও, আমাকে লুকোও,
দেখতে চাই না আমি নব পশুশালা
দেখতে চাই না আমি টেলি অ্যাকাডেমি,
আমি শুধু ধাই ধাই কালসিন্ধু পানে।
বিকেল দাঁড়িয়েছে কাঁধে ভর দিয়ে
বিকেল আমার কাছে আদর কেড়েছে,
আমি কেন চাইব তার অভিমান জল?
আমি তো চাইব অসমাপিকা ক্রিয়া
শেখাতে এমন করে যেমন শিখেছে
এই সন্ধেটি, অলৌকিক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন