শুক্রবার, ২ জুন, ২০২৩

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

সঙ্গীত পরিক্রমা

আঙুরবালা অথবা গওহরজান কিংবা কে এল সায়গল 
আর তালাত মামুদের ঘুমের ছায়ায়
চাঁদের চোখে মনে পড়ছে,মনে কি পড়ে
বড়ে গুলাম আলি থেকে বিসমিল্লাহ
এস ডি বর্মন হেমন্ত মান্না লতা সন্ধ্যার 
সীমাহীন আকাশ সুমন কল্যাণপুর থেকে চৌরাশিয়া
হে সঙ্গীতের অনন্ত আকাশ তোমার অপরিচয়
তোমার নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও
আমি ঢুকে পড়েছি আর বেরোবার উপায় নেই
সবসময়য় দুঃখ ও বেদনা  নয়
অদ্ভুত সুন্দর আনন্দ উৎসবে সামিল করে তোলে 
সঙ্গীত, মহান গায়কদের যত নিষ্ঠুরতার কথাই
শুনিনা কেন সব কিছু সরিয়ে
তখনই এক বিমূর্ত এবং ভয়ঙ্কর সুন্দর
শ্বেতশুভ্র সরস্বতী সামনে এসে দাঁড়ায়
আমি পুরনো  বেদনা ভুলে যায় ..... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন