বাসনা আমার:
যদি এক ন্যানো-সেকেন্ডের জন্যও হয়,
আমি নিশ্চয়
তোমাকে, বুকে জড়িয়ে ধরতে চাই;
আপন মাতৃভাষায়, বলতে চাই— ভালোবাসি।
মানবো না বেহেস্ত বা দোজখের দায়,
লাগবে না অতগুলো হুর;
সিজদায় পড়ে র’বো—
এক লহমায়
দগ্ধিভূত সুরমা হবো;
যেন আমি সুপ্রাচীন মিশরের তুর!
জন্মমাত্র আমি তাই
মরজগতের অধিবাসী
আর
তোমার প্রবাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন