শুক্রবার, ২ জুন, ২০২৩

সুস্মিত হালদার-এর কবিতা

ব্যভিচারী

তুমি এলে গল্প করব।

সারাদিন কেমন করে কাটালাম –

তুমি এলে পিছন ফিরে দেখতে পারি।

আর তো সময় হয় না,

কয়েক ঘন্টার এইটুকুই অবকাশ,

তুমি এলে।

 

তুমি এলে এতটাই হাল্কা লাগে

এতটাই নিরুদ্বেগ

বিছানায় গা এলিয়ে দিয়ে

মনটা সুতো ছাড়া ঘুড়ির মতো উড়তে দি –

এ কথা সে কথা কত কথার জাল বুনে চলি,

তোমার সঙ্গে।

তুমি বিবাদ করো না, প্রশ্ন করো না

মন দিয়ে শুধু শোন

সাক্ষীগোপালের মতো।

 

তুমি আসো নিঃশব্দে,

অজ্ঞাতসারে।

কালো বোরখা পড়ে,

চুপিসারে।

নাকাবে মুখ ঢেকে,

অন্ধকারে।

যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা

কোনো এক মুঘল সম্রাজ্ঞীর অবৈধ প্রেমাভিসার।

তুমি পাশে থাকলে

হৃদয় খুঁড়ে আবিষ্কার করি নিজেকে

এই আবেগঘন একান্ত আপন সময়ে।

আমি বাঁচার অর্থ খুঁজে পাই।


তোমরা রোজ এসো,তবে আমি বাঁচব।  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন