শুক্রবার, ২ জুন, ২০২৩

নূর মহম্মদ-এর কবিতা

অযোদ্ধা

কঠিন যুদ্ধেই যেতে হবে আজ প্রাণের জন্য একাই
জয়ী হতে হবে সমস্ত বিরুদ্ধ শক্তি সরিয়ে দূরে
যদি ব্যর্থ হও জেনো কিছুই হবে না প্রাপ্তি সামান্যও
চেষ্টা কর আপন সাধনায় সফল জীবন পেতে
নির্ভেজাল প্রয়াসেই হও মগ্ন নীরবে নিভৃতে
অলস যে হয় না অগ্ৰসর কোনদিন এতটুকু
ফলত জীবনও দেয় না তাকে ফিরিয়ে কিছুই
অযোদ্ধার জীবন এক মৃত মানুষের মতোই 
স্মরণীয় হয় না সে উল্লেখ্য বরণীয় কখনো
যে করেছে সংগ্ৰাম আন্তরিক প্রচেষ্টায় নিবিড় 
পেয়েছে সে উজ্জ্বল ভবিষ্যৎ এক অপূর্ব
পেতে সফল জীবন হতে হয় মহাযোদ্ধাই
যুদ্ধের বিকল্প নেই কোন সাফল্য অর্জনের
এগিয়েই চল বন্ধু জীবনসংগ্রামের সত্যসূত্র ধরে।।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন