কবি নীলাদ্রি দেব
নীলাদ্রি দেব। কোচবিহার। মূলত কবিতা, গদ্য লেখেন। শিক্ষকতার সাথে যুক্ত।
প্রকাশিত কবিতাপুস্তিকা-
ধুলো ঝাড়ছি LIVE (আলোপৃথিবী)
এবং নাব্যতা (আলোপৃথিবী)
বারুদ ও বাদামি বেড়াল (বিরক্তিকর)
প্রকাশিত কবিতাবই-
জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা (দি সী বুক এজেন্সি)
প্রকাশিত গদ্যবই-
যা যাবতীয়, অর্গানিক (পারস্পরিক)
প্রকাশিত সম্পাদিত বই-
উত্তর জনপদের নির্বাচিত কবিতা (স.- সুবীর সরকার, শৌভিক বণিক, নীলাদ্রি দেব)
এর একটা নাম প্রয়োজন - এক
যদিও শ্রমণের সমান্তরাল হাঁটছি
ক্লান্তিহীন রাস্তার দুপাশ
অসচেতন অক্ষর তুলে রাখি
ছায়ার গভীরে কত ছায়া!
তাঁবু ও তরল গলে যায়
সুষুম্না বরাবর
এর একটা নাম প্রয়োজন - দুই
গাঢ় নীল কখনও আকাশ খেয়ে ফেলে
ছাতার মতো নাভিগন্ধ
দূর আরও দূরে পৌঁছয়
কোথাও কোনও গান, সংকটের সীমানায়
আশ্চর্য পাখিজন্মের পথিক
একা ও একা
দৌড় থামছে না বলেই
কত দৌড় গিলে নিচ্ছে
রেখার ওপর রেখা,
লাইফ সাইজ ছবির প্রাচীর
তুমি ছুঁয়ে দেখছ আলো
আকাশে জলঝিঁঝিঁ মেঘ
ব্যাঙাচির ছোট ডানা, পাথর রঙিন হয়ে ওঠে
এর একটা নাম প্রয়োজন - চার
রং নিয়ে টুকরো বিচার
জলবিভাজিকা কেন রাত চুরি করে
দীর্ঘ দিন, দীর্ঘ একটা দিন
উষ্ণপ্রপাত জানে সংকীর্ণ সময়ের ছবি
পরিধির হিসেব হারায়
বিন্দু ঘাম জমে ব-দ্বীপের শূন্যতা
মই থেকে মই, রেখা খানেক
আটকে রেখেছ
এর একটা নাম প্রয়োজন - পাঁচ
উল্টো ঘুরছে অক্ষে বাঁধা মেঘ
তারাদের ভিড় থেকে দূরে
আমি তুমি সে বিষয়ক কিছু
গান গল্প সময়ের স্রোত
স্বপ্নপ্রবণ কেউ পকেট কুড়িয়ে নেয়
আঙুলে আঁচিল
এর একটা নাম প্রয়োজন - ছয়
খোপ নেই বলেই
আসন্ন খোপের থেকে দূরে
ঐ যে কালখণ্ড জুড়ে আছে প্রেতদুপুর
মেঘ নেমে আসা পালকের ভার
আটকে গেছি
এ শেকল বড়ই কঠিন
বাহ্...
উত্তরমুছুন