শুক্রবার, ২ জুন, ২০২৩

তমোজিৎ সাহা-র অনুবাদ কবিতা

সনন্ত তাঁতি

আজ রাত অথবা আগামীকাল থেকে

ওরা আমার ঘরের দরজা ভেঙে দিল। ওরা
আমার বাড়ির প্রবেশপথে খাল কেটে দিল।
ওরা পানীয় জলের থেকে আমার মুখখানা
দূরে সরিয়ে রাখল।
ওরা আমার দু'হাতে হ্যান্ডক্যাফ বেঁধে আমার
সন্তানকে স্পর্শ করা থেকে আমাকে বিরত করল।
ওরা আমার মা'কে হত্যা করল। ওরা আমার 
স্ত্রীকে ধর্ষণ করল
এবং আমাকে সারাজীবনের জন্য অন্ধ করে দিল।
আমি দাঁড়িয়ে আছি সময়ের বুকে আর মাঝে মাঝে চিৎকার
করে উঠি যন্ত্রণায়।
আমি দাঁড়িয়ে আছি অন্ধকারে আর মাঝে মাঝে চিৎকার
করে উঠি প্রতিবাদে।
আমি দাঁড়িয়ে আছি আর সমূহ আশাকে যুদ্ধাস্ত্র করে গড়ে
তুলছি আক্রমণের পথ। 
প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে সহায়তা করার জন্য
কোনও একটি শোভাযাত্রায় পদাতিক হয়ে উঠুন
আর আমাকে অন্ধত্ব থেকে মুক্তি দিন।
আমি জানি অত্যাচারের বিকল্প এখন প্রতিবাদ।আমি জানি
অত্যাচারের বিকল্প এখন সংঘর্ষ।
আমি জানি মানুষের শরীরে ইচ্ছাশক্তির জন্ম হয়
প্রতিবাদ করার জন্য।
আমি জানি মানুষের হৃদয়ে ইচ্ছাশক্তির জন্ম হয়
প্রতিবাদ করার জন্য।
আমি জানি মানুষের ইচ্ছাশক্তিতে জীবনের অনুবাদ হয়
বাইরে ভিতরে।
প্রিয় বন্ধুরা, আপনারা উঠে দাঁড়ান এবং আমাকে
মুক্ত করে দিন
অন্ধত্ব এবং দুঃসহ যন্ত্রণার থেকে আজ রাত অথবা
আগামীকাল থেকে।


[সনন্ত তাঁতি হলেন আধুনিক অসমিয়া কবিতার অন্যতম প্রধান স্হপতি। তাঁর জন্ম ১৯৫২ সালের ৪ নভেম্বর আসামের বরাক উপত্যকার করিমগঞ্জের কালীনগর চা-বাগানের ওড়িয়া চা-শ্রমিক পরিবারে। পড়াশোনার শুরু বাংলা মাধ্যমে। কাব্যচর্চা করেছেন অসমিয়া ভাষায়। আসামের বামপন্হী প্রগতিশীল আন্দোলনে যুক্ত থাকার ফলে তাঁর কবিতায় পাওয়া যায় মাটি ও মানুষের জয়গান। 'কাইলৈর দিনটো আমার হব' কাব্যগ্রন্হের জন্য ২০১৮ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়া পেয়েছেন দলিত সাহিত্য অকাদেমি পুরস্কার, আসাম উপত্যকা সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। কবি সনন্ত তাঁতি ২৫ নভেম্বর ২০২১ সালে প্রয়াত হয়েছেন।] 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন