একটা সীমানায় পৌঁছে –--
আমাদের বাঙ্ময় অস্তিত্বগুলো
ক্রমশঃ বাকরুদ্ধ হয়ে যায়।
যাদের আবর্তের বলয়ে
নিঃশর্ত ভালবাসা ছিল,
যাপনের জোরালো রসদ-
তারা সবাই যেন দূরে
আরো দূরে সরে যেতে যেতে
সুদূর নক্ষত্রলোকের কাছে,
হয়তো বা প্লুটোর কাছাকাছি
কোনো কক্ষপথের আবর্তে
নিজেদের কীর্ণ করে নেয়।
ফলতঃ ঘোর বিপদের সময়
সাহায্য পাওয়া তো দূরের কথা---
তাদের আওয়াজ পেতেই হয়ত
লেগে যাবে এক আলোকবর্ষসময়।
সুন্দর, বার্তাবহ। বেশ ভালো লাগলো।—যযাতি দেবল,পানাগড়।
উত্তরমুছুননিঃশর্ত ভালবাসার কাঙাল মন যখন তাকে পেয়ে যায় জীবন তো আর শুধুমাত্র যাপন থাকেনা। সে পরিপূর্ণতা পায়। যার কপালে সে সুখ জোটে না তাকে জীবনানন্দের মতো স্বেচ্ছায় লাচকাটা ঘরের টেবিলে গিয়ে শেষ ঘুৃমটুকু দিতে হয়। কিন্তু যে পায় সে অমৃতর স্বাদ তার যখন জীবনের নিয়মে হারাতে হয় সে কেমন করে মেনে নিতে পারে সেই বিচ্ছেদ। কত আলোকবর্ষ পার হয়ে আবার ফিরে দেখা পাবে তার এই বুকচাপা বেদনার প্রকাশ ঘটেছে এই কবিতায়। মন ভারি হয়ে এক চাপা দীর্ঘশ্বাস ফেলে নীরবে।
উত্তরমুছুনলাশকাটা অনবধানে লাচকাটা হয়ে গেছে। দুঃখিত।
উত্তরমুছুন