শুক্রবার, ২ জুন, ২০২৩

নাসের হোসেন-এর কবিতা


খোঁজ

হৃদয়ই তো সব

হৃদয় কাবা হৃদয়ই কাশী

মসজিদ মন্দির আমি ঠিক বুঝি না

মাটিই তো সব

মাটি ভাষা মাটিই জননী

মসজিদ মন্দির আমি কিছু খুঁজি না

২টি মন্তব্য:

  1. আবদুর রাজ্জাক: এক কবির পক্ষেই এমন উচ্চকণ্ঠ উচ্চারণ সম্ভব।

    উত্তরমুছুন
  2. আবদুর রাজ্জাক: একজন কবির পক্ষেই এমন উচ্চকণ্ঠ উচ্চারণ সম্ভব।

    উত্তরমুছুন