শুক্রবার, ২ জুন, ২০২৩

কামাল হোসেন-এর কবিতা

প্রতিমা

 

পাথরের প্রকান্ড প্রতিমার পায়ের কাছে এসে দাঁড়াল

দুটি শিশু, কিছুক্ষণ ছোটাছুটি করে খেলার পরে

ক্লান্ত হয়ে ছেলেটি বসে পড়ল প্রতিমার একটি

পায়ের উপর, মেয়েটি দ্বিধাহীনভাবে শুয়ে পড়ল

অন্য পায়ের উপরে, মেয়েটির হাতে একগোছা

লাল ফুল, প্রতিমার দৃষ্টি সংলাপহীন, আচ্ছাদনহীন,

অসহ ঢেউয়ের মতো কল্লোলিত দ্বিধা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন