আধেক ঘুমে নয়ন চুমে চৈত্র এলো―
তুমি কতদূরে আমার চৈত্রিকা?
কতদিন হলো তোমাকে দেখিনি―
সেই প্রহর শেষের রাঙা আলোয়
তুমি কোথায় হারালে?
আমি আজও তোমার প্রতীক্ষায়
চোখ পেতে রাখি ঘাসে ও আকাশে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন