এসো গো সুরধনী
এসো জনকুটির প্রাঙ্গণে শূন্য ও এক দিয়ে পরমপ্রেমের তথ্যগাছ পুঁতি
আমরা অধুনা কবি যারা
ক্ষয়া দোষ অস্তিত্ব সংকট
কেতাব ও ডাটা দোষী
তার আগে জেনে নাও এদের ডি এন এ থেকে কত আনন্দ আহরণ হতে পারে
জেনে নাও পুষ্প প্রেমে কোনোদিন কেউ সত্যিকারের মজে ছিল?
নারীদেহ সন্ধিবাসে কোনোদিন ঈশ্বরীয় প্রেম অনুভব?
ওদের কাব্যভাবনায় এখনো কি
স্বামী বিবেকানন্দের আভাস একটুখানি?
কিংবা গোয়াল ঘরে স্টাফ বাছুর দেখে
শোষিত গাভীর চোখে কতটা শুন্যতা
সুরধনী সুন্দরী প্রেমময়ী দেখো এই কবিরা ব্রহ্মের কতটা ফ্যাদম মাপতে পারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন