রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সুবীর ঘোষ-এর কবিতা

মধ্যবর্তী বিরতির মতো

যেতে যেতে, মধ্যবর্তী বিরতির মতো, সেদিকেই যাব

যেখানে নদীর জলে মুখ দেখে জল

সাভানা ঘাসের নীচে উড়ে এসে পড়ে কিছু ছায়া

দলছুট হরিণীকে মুগ্ধ করে পায়ে বাঁধা সুর।

 

আমি তো কেবলই  ভাবি মহামেঘছায়া

তোমাদের সঙ্গে  কিছু লগ্নকাল আসর পাতাবো

বিনা তর্ক বিনা জোড় বিনা অঙ্কে কাঁপে অন্তঃপুর

আশে পাশে অবান্ধব কালো ছায়া দুমুখো প্রতীক।

 

অন্য এক বিশ্বাস সাড়া দেয় শরতের মেঘের তরফে

অন্য কথা জাগাবার শ্রম স্বার্থ ভাষার জোগান

বাইরে এসেই দেখো সূর্যের আতিথ্য প্রবল

দীর্ঘ যতিচিহ্ন সেরে কোনোদিকে ঠিক চলে যাব।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন