রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রবীন বসু-র কবিতা

নিষিদ্ধ শ্যাওলা

একদিন যে গোপন পাপের কথা না বলে চলে এসেছি, একদিন যে ডিঙি নৌকোর খোলের গল্প, সেই অগাধ রহস্য আর শাকুনশাস্ত্র, তাকে যে কোথায় দাঁড় করিয়ে রেখে এলাম? আজ এতদিন পর কাকতাড়ুয়া স্মৃতি নিম্নচাপ মেপে রাখে, মেপে রাখে দরিয়া বরাবর জলরেখা, ছারখার হওয়া সংসার খড়কুটোয় ভাসে মানুষের অনির্দেশ যাত্রাl আমার এতদিনের সঙ্গী সেই পাপ, সেই মুখোশহীন দুরভিসন্ধি আর ব্যাপক লাম্পট্য, জলের কিনার ধরে হেঁটে হেঁটে বালিয়াড়ি ঝাউগাছ নোনাডাঙা পেরিয়ে অব্যর্থ লক্ষ্যের দিকে চলে যায়l যেখানে মেছেনির গায়ের গন্ধ আর ওই না-বলা পাপ পাশাপাশি শুয়ে থাকে, শুয়ে থাকে গঙ্গারিডি সভ্যতা। প্রাচীন নাবিকের গায়ের খোলশে লেগে যায় মেছেনির গায়ের আঁশ, তাদের জলযাত্রায় ফুটে ওঠে প্রেম কমলে কামিনী l এইভাবে একসময় নাবিক ও জলকন্যার গল্প নিষিদ্ধ শ্যাওলায় এসে শেষ হয়ে যায়l


 

1 টি মন্তব্য: