রবিবার, ১৯ মার্চ, ২০২৩

ঋতম্ মুখোপাধ্যায়-এর ধারাবাহিক গদ্য : "কবিতার বাতায়ন"

জীবনানন্দ ১২৫ (১৮৯৯-২০২৩

ভাষান্তরে জীবনানন্দের ‘কমলালেবু’: পুনর্জন্মের সাধ

পুনর্জন্মের সাধ জীবনানন্দের কবিতার অন্যতম লক্ষণ বলেই আমরা জানি। যদিও মানুষ নয়পাখিদের রূপেই তিনি এই পৃথিবীতে ফিরতে চান রূপসী বাংলা’ কাব্যের সেই বিখ্যাত কবিতা এখন গান হয়ে মুখে মুখে ফেরে : ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে – এই বাংলায় / হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে কিন্তু এই ফিরে আসার ছবিটি বিষাদকীর্ণ হয়ে ‘বনলতা সেন’(১৯৪২কাব্যেও এসেছে একবারকবিতার নাম 

কমলালেবু যদিও সেখানে জীবন্ত কোনো পশু-পাখির জীবন নয়তাঁর কাঙ্ক্ষিত রোগীর খাদ্য একটা কমলালেবুর জীবনযে আত্মোৎসর্গ করে পরার্থে। কবিতাটি একবার পড়া যাক :     

একবার যখন দেহ থেকে বার হয়ে যাব

আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?

আবার যেন ফিরে আসি

কোনো এক শীতের রাতে

একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে

কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।

 

এই যে শীতের রাতে পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে ফিরতে চাওয়া কমলালেবু হয়েমানুষ হয়ে নয়এর মধ্যে কি কবির অভিমানী মনের ছায়া নেইতদুপরি শীতহিমকরুণ শব্দগুলি বিষাদবেদনা মাখা। এক মৃত্যুপথযাত্রীর মানুষের কাছে একটি ঠাণ্ডা অথচ উজ্জ্বল কমলালেবুর শাঁস ছাড়িয়ে খাওয়ার মধ্যে হয়তো একটু বাঁচার আশ্বাস আছে। কবি যেন সেই আশ্রয়টুকু হতে চান পরজন্মে। যদিও এই শীতরাত তাঁর ‘মাল্যবান’ উপন্যাসে নিঃসঙ্গতাবঞ্চনাঅসম্মান  যৌনশৈত্যকে দ্যোতিত করেছে। শীতরাতে উষ্ণতা পেতে চেয়েও পায়নি মাল্যবান কোনোদিন ফুরুবে না আমাদের শীত,রাতআমাদের ঘুম?’ – এই উচ্চারণ বীজবাক্যের মতো উপন্যাসের শেষে পুনরাবৃত্ত হয়। প্রত্যাশা  প্রাপ্তির বিরোধজনিত ট্র্যাজেডি নিয়েই মাল্যবান বেঁচে থাকে এক নষ্ট দাম্পত্যের ভারবাহী জন্তুর মতো। সেই রকম কোনো এক অকরুণ শীত রাতের কথাই কি কবি বলছেন আমাদেরআমরা কবিতাটিকে নিবিড়ভাবে বুঝে নিতে দুটি অনুবাদের সাহায্য নিতে পারি। কারণ গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ‘অনুবাদের রাজনীতি’ (১৯৯২প্রবন্ধের এই অভিমত আমরা সসম্ভ্রমে মেনে নিই : ‘translation is the most intimate act of reading.’ দুটি ভিন্ন সময়ে করা অনুবাদ এবার পাশাপাশি রেখে দেখা যেতে পারে এর মধ্যে প্রথমটি স্বয়ং জীবনানন্দ অনুমোদিত তরজমা : 

 

চিদানন্দ দাশগুপ্তের অনুবাদ :

 

Once I am dead,

Shall I ever come back to earth again?

 

If so be it that I do,

Let me come back, on a wintry night,

As the frail, cold flesh of a half-eaten orange

Set on a table, by the dying one’s bed.   (The Orange, 1954)

 

তরুণ মুখোপাধ্যায়ের অনুবাদ :

 

When I am dead once

Shall I return to this world?

If I come back

Let me return on a winter night

Like an orange with sad and cold flesh

I come back to a known dying man’s bed.   (An orange, 1995)


দুটি অনুবাদ তথা পুনর্লিখন আমাদের কবির কমলালেবু হয়ে ফিরে আসবার আকাঙ্ক্ষাকেই বোঝায়। কিন্তুএকটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়েঅংশটি দুটি অনুবাদে ভিন্নভাবে ধরা পড়ে। তরুণ লেখেনLike an orange with sad and cold flesh চিদানন্দর অনুবাদে তা হয়েছেAs the frail, cold flesh of a half-eaten orange চিদানন্দের কাছে করুণ হয়েছে ‘frail’ আরhalf-eaten’ তাঁর নিজস্ব ব্যাখ্যামূলক সংযোজন। ফলে অর্ধভুক্ত কমলালেবুটির শাঁস ঠাণ্ডা সেই লেবুর জীবন ক্ষণস্থায়ী, এই ভাবটা তিনি ধরতে চান। তাছাড়া তরুণ ‘Like’ অর্থাৎ কমলালেবুরমতোবলেছেন, চিদানন্দ সেখানে কমলালেবুর রূপেই যে কবি পৃথিবীতে ফিরতে চান, তা স্পষ্ট করে দিতেAs’ (রূপে) ব্যবহার করেছেন। আরকোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারেকে তরুণ মূলানুগ অনুবাদ করলেও, চিদানন্দপরিচিতশব্দটিকে বাদ দিয়ে যে-কোনো মূমূর্ষু মানুষকে বুঝেছেন আর বিছানার কিনারে আবার তাঁর ব্যখ্যায় ‘Set on a table’ হয়ে গেছে। অর্থাৎ চিদানন্দ কবিতাটিকে এইভাবেই পড়েছেন, বুঝেছেন ব্যাখ্যা করেছেন। [তাছাড়া অনুবাদকের ভূমিকায় তিনি জানাচ্ছেন, ১৯৫৪- করা এই কবিতাসহ চারটি কবিতার অনুবাদ জীবনানন্দ নিজে দেখে দেন সেগুলি অনুমোদন করেছিলেন।] অনুবাদের প্রক্রিয়ায় যে ক্রমিক পুনর্নির্মাণের কাজ চলে (উৎস ভাষার টেক্সট> ব্যাখ্যা> বহন/স্থানান্তর>পুনর্গঠন> গ্রাহক ভাষায় অনুবাদ) তা -দুটিতেই স্পষ্টভাবে দেখতে পাই। অর্থবোধের সুবিধার্থে চিদানন্দ কবিতাকে দুটি স্তবকে ভেঙেছেন, যা মূলে নেই।  অতএবকমলালেবুকবিতাটির ভিতরে পুনর্জন্ম, মুমূর্ষু রোগী, শীতার্ত রাত্রি এবং শীতল কমলালেবুর নশ্বরতা মিশে আছে।করুণ মাংসশব্দযুগল কমলালেবুকে মানবায়িত করেছে বলে মনে হয় যেন যদিও কমলালেবুর শাঁস-কে ইংরেজিতেফ্লেস বলা হয়। -প্রসঙ্গে মনস্ক পাঠকের ২০১৭ সালে প্রকাশিত বাংলাদেশের শাহাদুজ্জামানের উপন্যাস একজন কমলালেবু- কথা মনে পড়ে যেতে পারে। সেখানে এই কবিতাটির অনুষঙ্গ মনে রেখেই  জীবনানন্দের এই জীবনী উপন্যাসটির নামকরণ করা হয়েছে। উপন্যাসের শেষ অধ্যায়ের প্রথম অংশে আমরা পড়ি :    

জীবনানন্দের শরীরের অবনতি ঘটছে শুনে সঞ্জয় অবশেষে দেখতে এলেন হাসপাতালে। জীবনানন্দ চোখ মেলে দেখলেন সঞ্জয়কে। সঞ্জয়ের হাতটা টেনে গালের উপর রাখলেন তিনি। জড়ানো গলায় বললেন, ‘একটা কমলালেবু খেতে পারব?’ জীবনানন্দ একবারকমলালেবুনামে একটা কবিতা লিখেছিলেন...  (উপন্যাসে পুরো কবিতাটি উদ্ধার করা হয়েছে, যা এই প্রবন্ধে অপ্রয়োজনীয় বোধে বাদ দেওয়া হলো)

মৃত্যুপথযাত্রীর চোখে উজ্জ্বল টইটম্বুর কমলা জীবনের বহমানতারই আহ্বান। হাসপাতালের বিছানায় শুয়ে জীবনানন্দ যখন একটা কমলালেবু খেতে চাচ্ছেন, তখন তিনি নিজেও মুমূর্ষু। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর পরের তাঁর কাঙ্ক্ষিত কমলারূপী নিজেকেই খুঁজেছিলেন যেন তিনি  

                                                                                                                       

ঔপন্যাসিক কবির জীবনকে -কবিতার সঙ্গে একাত্ম করে দেখিয়েছেন। যদি সেভাবে নাও দেখি, এই ছোট্ট কবিতাটির ভিতরে কবির পুনর্জন্মকে আত্মদানের মধ্যেই বিলীন হতে দেখি আমরা  যদিও পাশ্চাত্যে প্রতীক হিসেবে কমলালেবু উর্বরতা, সৌন্দর্য আর চিরন্তনতার বার্তা বহন করে। স্বর্গলোকে অ্যাডামের আপেলের বিকল্প হিসেবে অরেঞ্জ-কে কেউ কেউ দেখেছেন। আবারদ্য গডফাদার’ (১৯৭২) চলচ্চিত্রে কমলালেবুকে মৃত্যুর বার্তাবহ হিসেবেও দেখানো হয়েছে। ১৯৮৫-তে প্রকাশিত আমেরিকান কবি গ্যারি সোটোর জনপ্রিয়অরেঞ্জেসনামক কৈশোরক প্রেমের কবিতায় দেখা যায় কমলালেবু সেখানে প্রেমিকার চকোলেটের পাশে আগুনে বিভা নিয়ে স্বমহিমায় কবির স্মৃতিতে উজ্জ্বল :  

I peeled my orange

That was so bright against

The gray of December

That, from some distance

Someone might have thought

I was making a fire in my

hands.

আবার কবি ওয়েন্ডি কোপদ্য অরেঞ্জ’(১৯৯৩) কবিতায় একটা বড়মাপের কমলালেবু দিয়ে ভাগাভাগি করে লাঞ্চ সেরে জীবনে আনন্দের উপাদান খুঁজে পান (‘And that orange, it made me so happy’) এহেন উজ্জ্বল স্বাস্থ্যকর সুস্বাদু ফলরূপে পুনর্জন্ম এই ইকোলজিমুখর সমকালে জীবনানন্দের প্রকৃতি-ঘনিষ্ঠ স্বভাবকেও চিত্রিত করে। তাইকমলালেবুকবিতাটিকে দুটি অনুবাদ একটি উপন্যাসের আয়নায় নিবিড় পাঠ-পুনর্পাঠের পর ভাবতেই পারিছয় লাইনের আপাতসরল গদ্যকবিতাটি কেবল পুনর্জন্ম আর নিঃশেষ আত্মদানকেই চিহ্নায়িত করে না; সুস্থ জীবনাকাঙ্ক্ষারও চিহ্নও এর গায়ে লেগে আছে। যে-সুস্থ, স্বস্থ আর আর উজ্জ্বল জীবন বাস্তবে পাননি কবি, পরিচিত মুমূর্ষুর কাছে কমলালেবু হয়ে যেন সেই জীবনের দিকে তাকে পৌঁছে দিতে চান। কারণ কবি তো নিজেই বিশ্বাস করতেন : ‘জীবনের শুভ অর্থ ভালো করে জীবনধারণ’ (অনুসূর্যের গান)।।      

 

 

ঋণস্বীকার :

) জীবনানন্দ দাশ। বনলতা সেন। ত্রিংশৎ সংস্করণ, মাঘ ১৪১৫। সিগনেট প্রেস। কলকাতা

) দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত (প্রথম সংস্করণ, ২০১৫) : জীবনানন্দ দাশের কবিতাসমগ্র, দে পাবলিশিং, কলকাতা : ৭৩

) Chidananda Dasgupta, Jibanananda Das (Makers of Indian Literature), 1972, Sahitya Akademi, New Delhi

) জীবনানন্দ-চর্চা। জীবনানন্দ চর্চা-কেন্দ্রে মুখপত্র (সম্পাদক : তরুণ মুখোপাধ্যায়) ১ম বর্ষ দ্বিতীয় সংখ্যা। মাঘ-ফাল্গুন ১৪০১। চন্দননগর

) জীবনানন্দ : শ্রাবস্তীর কারুকার্য।  তরুণ মুখোপাধ্যায়। ২০০৪। করুণা প্রকাশনী, কলকাতা

) একজন কমলালেবু। শাহাদুজ্জামান। ২০১৭। প্রথমা প্রকাশন ঢাকা, বাংলাদেশ (পিডিএফ)       

) Lawrence Venuti Edited, 2000, The Translation Studies Reader, Routledge, London and New York   

এছাড়াও একাধিক ওয়েবসাইটের সাহায্য নিয়েছি।  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন