স্বদেশ আমার মা
দুঃখ পাই যখন দেখি
তাঁর অবাক লাঞ্ছনা।
স্বাধীন দেশের নামে
শাসন করেন যাঁরা
ডাইনে, বামে অথবা বিশুদ্ধ রামে
তাঁদের হাতেই লাঞ্ছিতা হন
দেশ মাতৃকা।
হাজার বছর ধরে তাই
সন্তানের দুঃখ ঘোচে না।
আসল সন্তান যাঁরা
তাঁরা শুধু স্বপ্ন দেখে হবে তাঁদের ভালো
কিন্তু অবাক লাগে দেখে
ওঁদের চোখে জ্বলে না আশার আলো।
শাসন করেন যাঁরা তাঁদের বহর বেশ জমকালো।
গাড়ি আছে, ঘোড়া আছে
আছে টাকা কড়ি
রঙ বাহারি বাড়ি আছে
আছে বাক্ চাতুরি।
সব মিলিয়ে দেখে শুনে ঝলসে যায় চোখ
স্বাধীন দেশে তাঁরা যেন ভিন্ন গ্রহের লোক।
সাধারণ মানুষ যাঁরা হাজার দুঃখে ভোগে
স্বাধীনতা স্বপ্নের আলো পড়ে না তাঁদের চোখে।
তাই না দেখে শোকে, দুঃখে মায়ের চোখে জল
অবাক হয়ে প্রশ্ন করে এমন স্বাধীনতা কে চেয়েছে বল্।
ভালো।
উত্তরমুছুন