বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মাহফুজ আল-হোসেন -এর কবিতা

অক্লেশের অভিমুখে অনিরুদ্ধ স্বপ্নযাত্রা

যখন‌ পাশ ফিরে শুয়েছিলে
তখন নির্বাক পাশবালিশটার ওপারটা অকস্মাৎ অন্য আকাশ!
অপ্রস্তুত স্বপ্নের মাঝপথে কেন দোয়েলের ঠোঁটে ধরিয়ে দেয়া হলো স্বপ্নভঙ্গের স্বরলিপি?
নীলোৎপল অম্বর সে মুমূর্ষু প্রহরে ভারী হয়েছিল দুপারের  গণকান্নায়!

অতঃপর ভাষাবদলের হুমকি থেকেই তো শুরু হলো 
স্বপ্নবাজ পাখিদের স্বতন্ত্র কূজন।
রাজপথ থেকে রক্তপলাশ মেখে নেয় বিপ্লবের লাল রঙ;
আর সে পথ বেয়েই জনস্রোত মিশে যায় রক্তস্রোতে।
প্রতিটি প্রত্যুষেই প্রলম্বিত হতে থাকে
স্বপ্নহীন শৃঙ্খলিত রাত;
অবশেষে তাঁর অগ্নিবাণীতে হয় নির্ঝরের স্বপ্নভঙ্গ‌।
চলে মরণপণ সম্মুখসমর দুরন্ত দুর্বার...
ত্রিশত অযুত রক্তমূল্য  আর নারকীয় হিমাগ্নির প্রস্তরিত কান্না এনে দ্যায় সহস্রাব্দের নতুন ভোর।

অন্য বিপ্লবের পথ বেয়ে শোষিতের গণতন্ত্র আনবে বলে যখন স্থিরপ্রতিজ্ঞ হৃদয়মন 
পরাজিত শত্রু আর অক্ষশক্তির বিষাক্ত ছোবলে সূর্যতাপসের হৃদয়বিদারক মহাপ্রস্থান!!

আবার পশ্চাৎমুখী তিমিরযাত্রা প্রেতপাদুকায়;
আবার স্বপ্নচুরি জলপাই রঙের কলঙ্কিত স্বৈরিতায়...

অবক্ষয়ী প্রহর শেষে মেঘ সরিয়ে আবার সূর্য হাসে
মাঝখানে কিছুকাল সূর্য হারায়  ঘন মেঘের আড়ালে;
ঘাতকের চতুর্চক্রযানে উড্ডীন হয় শহীদের রক্তমাখা পতাকা!
কীটদষ্ট কর্কটকাল শেষে  দিনবদলের গান আবার উঠে আসে দুর্জয় দোয়েলের ঠোঁটে;
হোক না শুরু পুনর্বার নতুন উদ্যমে অক্লেশের অভিমুখে অনিরুদ্ধ স্বপ্নযাত্রা...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন