প্রহরে আনো প্রসাদ
কত শব্দ হারিয়ে গেছে, কত জীবন
কত জীবন হারিয়ে আবার ফিরে পেয়েছি।
কত হারানো চোখ কত বিষণ্ণ ঝরাপাতার মরাবেলা;
এবার তুমি এসো, অনিন্দিতা,
প্রহরে আনো প্রসাদ।
তখন ছিল ধুলোপথের দিন
ঘোর বসন্তে পলাশ ঘেঁষা লাল
তখন হত নিষ্পেষণের ডাক
অসাবধানে ভুল গণিতের ধারা।
এমত আমি হচ্ছি দিশাহারা;
সাতসকালে ত্যাগসহনের ইচ্ছে,
আমার সামনে আমার রক্তমাংস
বিভেদ করে শাসন চালিয়ে নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন