বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

প্রতীক্ষা 

প্রতিদিন মূল্যবোধের সংজ্ঞা বদলে যায়।
অবক্ষয়ের মুখোশে ঢেকে যায় মুখ।
ঐতিহ্য হোঁচট খায় পদে পদে।

চারিদিকে ছড়িয়ে আছে অজস্র প্রশ্ন...
সমস্ত প্রশ্নের রঙ যদি আলো হ'তো,
পৃথিবী আলোময় হয়ে উঠত এতোদিনে।
অন্ধকার একটু একটু করে
নির্ঘাৎ হারাত তার কুৎসিত রঙ,
নিজস্ব বৃত্ত অপূর্ণ রেখে ঝাঁপ দিত নদীতে!

প্রগতির পথ হতো আলোকিত,
মুছে যেত অন্ধকারের ছলাকলা।

প্রবল বৃষ্টিতে নদী ভেসে গেলে,
বিনা বাক্যব্যয়ে এখনও 
মানুষ নদীর কাছে নতজানু হয়...
আমি সেই কবিতার ইস্তেহার
লেখার প্রতীক্ষায় বুঁদ হয়ে প্রহর গুনি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন