বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

তৃণা চক্রবর্তী-র কবিতা

সূর্যাস্তের ব্যালকনি

এক সূর্যাস্তের ব্যালকনি উপহার দিয়ে

সে ফিরে যাবে

 

এমনটাই কথা হয়ে আছে আপাতত

 

অথচ, কোনও কথাই তো ছিল না শুরুতে

তাহলে এ কথাই বা কোথা থেকে এল

 

তাহলে কি সমস্ত না দেওয়া কথার শেষেই

পড়ে থাকে এক সূর্যাস্তের ব্যালকনি

 

যার ব্যর্থতা ঢেকে দিতে

পার্কের নিচু রেলিং থেকে দ্রুত নেমে আসে সন্ধে 

 

1 টি মন্তব্য: