বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রাজীব ঘোষ-এর কবিতা

এই মন 

এবার শীতে একতারা হয়ে 
কাপন তুলবো তোমার মনে।
মানভূম পোশাক সব উড়িয়ে দেব 
যেখানে ভালোবাসা বিলাবে উজানে।। 

আমি ময়দানে - পার্কে ঘুরাবো 
মনের জড়তা কাটিয়ে হবো যাদুকর।
কুয়াশা খুঁজে দেব বেহায়া হাতে 
শুধু বলো তোমার মন আমার ঘর।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন