অশ্রুলিপি
জানি না কেমন করে নদীর দুচোখের পাতা ভেজে
ছেড়ে আসা পাহাড়ি উপলে লেখা সে কাহিনি –––
বেনামী প্রসাধনীর মত ক্ষয় হয় সব কিছু, আনন্দ
হাসির রওশন চৌকি বসে মনের কানাগলি জুড়ে।
থমকে দাঁড়ানোর ভঙ্গিতে এক রিক্ত যাপনের চিত্র
অনাহুত কাকেরাও জানে কীভাবে পতিত বীজের
প্রাণ জেগে ওঠে বেহুলা মাটির ঊর্বর সৃজনে,
সব সুর কর্দমাক্ত ঘ্রাণ বয়ে আনে অতিক্রান্ত দিনে
তবুও শক্তি আসে পবিত্র অহমিকা টুকরো হলে
নেতিয়ে যাওয়ার আগে ফুলের সুগন্ধ ওড়ে –––
রঙিন বাগানে বদলের পর্দা ওঠানামা করে সন্তর্পণে
সে চোখের মাঝে জীবনের অনুভূতি অশ্রুর লিপি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন