রাজনীতি
এক হাতে মাটি আর অন্য হাতে জলসত্র নিয়ে দাঁড়িয়ে
রয়েছে লেখাভান্ডার!যেন নাগর লেখক
যেন কৌশলের অন্বেষণ ঘন কুয়াশায়
যেন পেরেক বিদ্ধ করতল থেকে রক্ত ঝরিয়েছে কতকাল......
দুই হাতে দুই নারী দুই হাসি
শাদা দুগ্ধবৎ
একজন চিরকাল
ক্ষণকাল থেকে বরফ পতনের শব্দ ভেসে আসে
ধান্দাবাজ বলয়ের ভেতর
ভেতরে ভেতরে আনাচকানাচে
চোখে চোখে কথাও সারা হয়ে যায়
বছরের সম্মান
সুজাতা এইসব চাতুরির ছল বুঝে গেছে
মুখের গোপনে অপমান সেদ্ধ হয়ে বিঁধে আছে দ্বিগুণ
নরম বাস্পের ভিতর বেদনা মেশানো
সুজাতার পায়েসে ফুটন্ত দুধ চাল কিসমিসের নিভৃতি খোঁজে....
গুটিয়ে থাকে নীরব কুকুরকুন্ডলী হয়ে...
এক হাতে জয় আর অন্য হাতে নির্লজ্জ দৃষ্টিপাত
নিয়ে দাঁড়িয়ে থাকে বোগল বাজানো লেখক!
এসব কথা কেউ জানতে পারে না
হয়ে ওঠে কবিতার মতো!
এক অভিনব লেখনী বৈশিষ্ট্য।
উত্তরমুছুন