ফাল্গুনী ঘোষ-এর কবিতা
এখন প্রেমএখন আমি চলেছি বেঁচে আলোর উদ্ভাসে
সময়ের উদ্দাম ঘুড়ি ওড়াই সূর্য ছেঁড়া আকাশের গায়
শিথিল অন্ধকার চোখের কোণ থেকে
নেমে গেছে স্মৃতির বারান্দায়।
এখন মধ্য তিরিশের চৌকাঠ ভেঙে
এক লহমায় গুঁড়িয়ে দিচ্ছি
দেড় দশক আগের হিসেব নিকেষ।
সে দিনের যাপনে ছিলো
আগ্রাসী হারকিউলিস ম্যারাথন দৌড়
ঘন প্রেমের আরবী আতর
কালচে হ্রদ মধুক্ষরা সময়।
আজ সে বিস্ময়াবিষ্ট প্রেম নেই
নতুন নৌপথ আবিষ্কারের নেশা
থিতু হয়েছে এখন।
এখন প্রেমের নিশানে লেখা
আগুনমাখা কাব্যের স্বরলিপি।
Bah.....vao laglo. thank u
উত্তরমুছুন