বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মাসুদ পথিক-এর কবিতা

চাষা হতে চাই

জেনেছি লাঙল থেকে শীষ চুরি করেছিলে
রাত থেকে মধ্যরাতটুকু
তুমি বাণিজ্য সচেতন কোনো প্রেয়সী

আঁচড়া নিড়ানি কাঁধে বয়ে নিয়ে এসে মাঠে শুনেছি কাদার কলরব
শিশিরের মিছিল থেকে ওঠে আসা রোদের ভেজা দেহ

সেইকবে নদী ভাঙনের কবলে পড়েছে তোমার দেহ
তোমার পলি বয়ে নিয়ে যাচ্ছে মার্কেট ইকোনমি
প্রেম ও সহবাসের অনুভূতি পণ্য হয়ে উঠছে দূর নক্ষত্র বাজারে

তবু, ভেবেছো তুমি সর্বত্র জয়ী, সর্বত্র পল্লবিত
নেইলপালিশে এঁকেছো সর্ষে ক্ষেত
ব্রা'য়ে চে গোয়েভারা' দীর্ঘশ্বাস তার ঘামের থেকেও তুমি বড় বিপ্লবী 
স্বমৈথুন চাষের ভেতর ডুবে যাওয়া সৌকর্যের মেটাফিজিক্স
বিক্রি হতে হতে হতে বিক্রি হয়ে যায় ক্রেতার সব নীরবতা 
তো,
স্বমৈথুনে ক্লান্ত তোমার অঙ্গ প্রকৃত সঙ্গমে অনিচ্ছুক
অর্গানিকের নামে শিশু সন্তান চুষে খায় মিডিয়ার বালখিল্য 
বেডরুমের চারদেয়ালে হাইব্রিড অরণ্য 
নির্জনতার চাষ

মস্ত কোনো আয়না, সে হরণ করে নির্জনতার শস্য 
তবুও তুমি, নিজের কাছে প্রতিরাতে হও পরাজিত 
নতজানু দেহের ভারে
সভ্যতা পুড়ে যায়, জেগে ওঠে ইঁদুরের সিভিলাইজেশ্যন 

পিথাগোরাসের মারপ্যাঁচ বোঝ; কেমিস্ট্রি মোটেও বোঝ না 
সুতরাং কী  পিওর ব্যাচেলর বোধ!
আর বিজনেস সেন্স, আহা!

সেন্সবিহীন মাঠে ফ্রি ইকোনমির সেক্সি নায়িকা 
দোল খায় পশ্চিমা হওয়ায়, হাওয়ায়

যদিও গোলায় ইঁদুরের সাম্রাজ্য, মনে ধরেছে জং
পৃথিবীর ঠোঁটে ছাপ পড়েছে আগুনের
হৃদয়ে ঝরছে জল হাইব্রিড ঢোল কলমীর

প্লিজ একটা সুযোগ দিন সাঁতরে পেরোবার
এই খাল বিল নদী আর সমুদ্র বাজার
চুমুর ছাপ ফেলে দিযে যাই ––– বুনে দিয়ে যাই গর্ভে লাতা বোরোর ভ্রূণ

শোনো বিছানায় থরথর বীজ,ধানের কলরব
বোবা রাতের কনিষ্ঠ সন্তানের নাম শীৎকার! 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন