বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা

শ্রেণিকক্ষ

সামনে বেঞ্চে বসা মেয়েটির মুখ

ব্লাকবোর্ডের উপর  স্থির

পেছনে বসা ছেলেটির বীজগনিত

খাতার মাঝ বরাবর ভেঙে যায়

সে বিশ্বাস করে প্লাস বি হোলস্কয়ার 

আগুন নেভানোর সূত্র

মেয়েটি শিক্ষকের জিজ্ঞাসার জবাব দিলে

পৃথিবীর সব গাছ থেকে ত্রিভুজ ঝরে পড়ে

 

ছেলেটি প্রমাণ করে দেবে

শ্রেণিকক্ষের জানালায় নেমে আাসা

আকাশের তিন কোনের সমষ্টি

দুই সমকোনের সমান নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন