শরীরকে ভাবিনি কোনওদিন মন্দির
কিংবা মসজিদ গির্জা
বরং শরীরের মধ্যে যে একটা মন আছে
সেই মনই টেনে নিয়ে যায় অভিন্ন শরীরটিকে
সেই-ই তো চালিকাশক্তি।
অথচ দ্যাখো মন খারাপ হলে
আকাশে মেঘ করে
যতক্ষণ না বৃষ্টি হয়ে ঝরে পড়ে
ততক্ষণ শরীরও সায় দেয় না।
শরীরের যে ভাষা তারও পাঠ নেওয়া চায়
অক্ষর বর্ণমালা সাজানো আছে থরে থরে
তাকে ঢেকে রাখি পোশাকের বল্কলে
গাছ যেভাবে ঢেকে রাখে তার ইতিহাস।
শরীরকে মন্দির ভাবিনি কোনওদিন
মসজিদ কিংবা গির্জা
মনের সব প্রতিচ্ছবিই ভেসে ওঠে
শরীর-আয়নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন