বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রোশনি ইসলাম-এর কবিতা

রং

 

রং-তুলির আঁচড়

ক্যানভাস কল্পনা-শক্তি।

উত্তাল শব্দ

নীল হলুদ সবুজ

গল্প-গল্প খেলায়

সূর্য উজ্জ্বল রঙিন।

সমুদ্র-ঘ্রাণ মেখে

              উড়ছে ঘুড়ি –––

              তরঙ্গ ভাঙছে তীরে

 

৩টি মন্তব্য:

  1. “সমুদ্র ঘ্রাণ মেখে উড়ছে ঘুড়ি—— তরঙ্গ ভাঙছে তীরে”। বাহ্। সুন্দর।

    উত্তরমুছুন
  2. আবদুর রাজ্জাক “ সমুদ্র-ঘ্রাণ মেখে উড়ছে ঘুড়ি——-ভাঙছে তীর”। বাহ্ সুন্দর।

    উত্তরমুছুন
  3. সৌমিত্র চক্রবর্তী২৩ জানুয়ারী, ২০২৩ এ ১২:০৯ AM

    চমৎকার মায়াকল্প।

    উত্তরমুছুন