বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সোনালি বেগম-এর কবিতা

সার্জারি

 

প্রেমই সুন্দর। হৃদয় খুলে সঠিক সার্জারি হবে

আজ। কোনো প্রতারণা নয়। বাহুস্পর্শে নার্ভতন্ত্তর

সুস্বাদু জ্বলন। অপেক্ষা নয়, আরও কাছে এসে

বসো। সুনামির মতো সমুদ্রঢেউ আছড়ে

পড়ছে...

শ্বাস-প্রশ্বাসে তৃষ্ণার্ত রাগ-অনুরাগ। ইতস্তত

বিক্ষিপ্ত ইলেকট্রিক সার্কিট। বরফ বাষ্পের

সহাবস্থান ––– চলমান ট্রেন।

ভালোবাসাশেষ থেকে আবার শুরুর পথ

ধরে।

 

২টি মন্তব্য: