বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

উজ্জ্বল পান্ডা-র কবিতা


মৃত্যুর পরেও

মৃত্যুর পরেও কিছু মানুষ

থেকে যায়।

পথে ঘাটে, অচেনা গলিতে

হঠাৎ নাম ধরে ডাকে।

মাঝরাতে ঘুম ভাঙিয়ে গল্প করতে চায়।

 

আমরা কিছু ভয়ে, কিছু বিরক্তিতে

সরে যাই বারবার...

অথচ পিছুডাক ডেকেই চলে রোজ।

 

মাথার ভেতর জেগে ওঠে হাসি মুখ।

যেনো এইতো দুদণ্ড পাশে বসেছিলো সে!

 

না থাকা গুলো সব এভাবেই থেকে যায়...

 

পথে ঘাটে, অচেনা গলিতে

হঠাৎ নাম ধরে ডাকে


২টি মন্তব্য: