বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

এন জুলফিকার-এর কবিতা


আখ্যান

এভাবে হঠাৎ সকাল ফুরিয়ে গেলে জলরঙে আঁকা যত সন্ধানী চোখ বীজের সফল জননী হতে হতে বায়োস্কোপি ওড়নায় খোঁজে গোপন ঢং, আর সকল দৈবের মাঝে রাখালী সুরের আত্মা খুরপাক খায়।
আখ্যান টেবিলের যত রমনীয় কথা বেবাক বন্দী ছিল এতকাল। আশ্চর্য পতন চিনে কোথা থেকে উড়ে আসে সূর্যাস্তের উপকথা ! পতঙ্গ ও মানুষ একাকার হলে তীব্র ঘোরের মাঝে কারা যেন রাখে তাই ঘুম-প্রস্তাব। রমনীরা সেজে ওঠে। চিহ্নিত গলি-মাঝে ঠাট ও ঠমক ওড়ে। হাতে হাতে ফিরি হয় মাংসের ঢেলা।
          তবুও বিভ্রমে থাকি। তবুও আশ্চর্য পতন, ছুঁয়ে ছুঁয়ে পুনরন্বেষণ স্বপ্নের দেশে। শূন্যের বেসাতি করে যারা রোজ পেল্লায় আকাশ, অবোধ বালিকা ছোটে তাহাদের পিছুপিছু প্রায়। অনুবাদে  অনুবাদে ক্রমশই ক্লিশে হই। ভুলে যাই কোনখানে রেখেছি তিরের ঝাঁপি, রাত্রির জ্বলা যত স্মৃতির পালক।
          এখনও হাওয়ার মাঝে হাসি ওড়ে প্রায়। পালকে পালকে ওড়ে পড়শী-আদর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন