মায়া অ্যাঞ্জেলো
আমি তবু জেগে উঠি
তুমি আমার নাম লিখতেই পারো ইতিহাসে
তোমার তিক্ত আর বাঁকানো মিথ্যা রসদে,
আমাকে নোংরার মধ্যে করতে পারো দলিত,
কিন্তু তবু আমি জেগে উঠি ধুলোর মতন।
ঠিক যেন চাঁদ আর সূর্যের মতন
জোয়ার-ভাটা ঠিকই ওঠে আকর্ষণে
যেমন উঁচুতে লাফিয়ে ওঠে আশাগুলি
সেইভাবে আমি ঠিক জেগে উঠবো।
আমাকে তোমার কথার শরে বিদ্ধ করতেই পারো
তোমার ধারালো দু’চোখে কাটতেও পারো আমাকে,
হয়তো তোমার ঘৃণায় আমি নিহত হতে পারি,
কিন্তু তবুও বাতাসের মতো জেগে উঠব আমি।
রাত্রির সন্ত্রাস আর ভয় থেকে জেগে উঠব আমি
জেগে উঠব সুন্দর, স্বচ্ছ এক ভোরবেলা,
সঙ্গে আছে পূর্বপুরুষের দেওয়া যত উপহার,
আমি তো স্বপ্নের আর আশার ক্রীতদাস
আমি উঠি জেগে
আমি উঠি জেগে
তুমি আমার নাম লিখতেই পারো ইতিহাসে
তোমার তিক্ত আর বাঁকানো মিথ্যা রসদে,
আমাকে নোংরার মধ্যে করতে পারো দলিত,
কিন্তু তবু আমি জেগে উঠি ধুলোর মতন।
ঠিক যেন চাঁদ আর সূর্যের মতন
জোয়ার-ভাটা ঠিকই ওঠে আকর্ষণে
যেমন উঁচুতে লাফিয়ে ওঠে আশাগুলি
সেইভাবে আমি ঠিক জেগে উঠবো।
আমাকে তোমার কথার শরে বিদ্ধ করতেই পারো
তোমার ধারালো দু’চোখে কাটতেও পারো আমাকে,
হয়তো তোমার ঘৃণায় আমি নিহত হতে পারি,
কিন্তু তবুও বাতাসের মতো জেগে উঠব আমি।
রাত্রির সন্ত্রাস আর ভয় থেকে জেগে উঠব আমি
জেগে উঠব সুন্দর, স্বচ্ছ এক ভোরবেলা,
সঙ্গে আছে পূর্বপুরুষের দেওয়া যত উপহার,
আমি তো স্বপ্নের আর আশার ক্রীতদাস
আমি উঠি জেগে
আমি উঠি জেগে!
তুমি আমার নাম লিখতেই পারো ইতিহাসে
উত্তরমুছুনএই নিষ্ঠুর সত্য কৰি উচ্চারণ করেন যুগপৎ ক্ষোভ বেদনার
সংবেদে! শাসক শোষক ভ্রষ্টাচার দুষ্ট সমাজ কে লক্ষ্য করে সভ্যতার বিবেক স্বর হয়ে ওঠে কবির কলম! এই কবিতায় কৰি বহুমাত্রিক স্বরে এক বিৰুব্ধ বাদী ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে ওঠেন! সেখানে এক সত্যদ্রষ্টা ও নির্ভীক আত্ম প্রত্যয়ী কৰি তাই বলতে পারেনা....
" জেগে উঠব সুন্দর স্বচ্ছ ভোরবেলা...
মায়া এঞ্জেলার...তবুআমি জেগে উঠি.. কবিতার বাংলা অনুবাদে অনুবাদক কৰি তরুণ মুখোপাধ্যায় মূল কবিতার মর্ম স্বর কে পাঠকের কাছে ধরার সনিষ্ঠ প্রয়াস করেছেন এটা ধারণা করা যায়!