বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

অধীরকৃষ্ণ মণ্ডল-এর কবিতা

আমরা 

 

কত দিন পেরুতে থাকে রাত

রাত পেরুতে থাকে কত দিন

দিনের শৈশবে দেখি কত বড় গোলক

গোলকের ভেতর জ্বলমল করে নোলক

নোলকের ঝুলন্ত প্রকাশে সুপ্রভাত আসে

আসে অভিনন্দিত পুববাংলার গর্ভপাত

গর্ভপাতে দিনরাত হয়ে যায় সমান সমান

যায় বলেই মা আর সন্তানের এই স্বদেশ

স্বদেশ পুবের, পশ্চিমের, উত্তর দক্ষিণের

মা আর সন্তান পৃথিবীর প্রথম অধিকারী

অধিকারী হয়ে সূর্যকে টাঙিয়ে রাখে পুবের দেওয়ালে

দেওয়ালের চারপাশে মিউজিয়ামে রাখা বড় সংসার

সংসারে তুমি আর আমি থেকে হতে থাকি আমরা।

 

 

1 টি মন্তব্য: