বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

একটি অরাজনৈতিক কবিতা 

যদি বলার মতো তেমন কোনো কথা না থাকে

তাহলে আবহাওয়া নিয়ে কথা বলা যেতে পারে

আবহাওয়া খুবই নিরপেক্ষ

সত্যি আর অপরিহার্য

সুতরাং পক্ষপাতিত্ব মূলক নয় একেবারেই

সহজ অথচ খুবই রহস্যময়

নীতি রাজনীতি কোনো কিছুর মধ্যে নেই

অথচ সব কিছুর মধ্যে আছে

আবহাওয়ার মধ্যে 'হাওয়া' কথাটা তো আছে

ওতেই কিস্তি মাৎ

হাওয়া ঘুরছে

 হাওয়া ঘুরবে

এই কথাগুলো কি অরাজনৈতিক?

রাজার নীতি

অথবা

রাজার নীতির বিরুদ্ধে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন