ভালোবাসা উদযাপন করি পাখির ঠোঁট দিয়ে
পায়রাগুলো ওড়ে আর ঝুরঝুর করে পালক ঝরে যায়
স্যানাটোরিয়ামে
আগুন লেগে মনোযোগ ভস্ম করে গেল
যখন দেয়াল থেকে দেয়ালে মুদ্রণ করছি আলো
তোমার মুখে বিদ্যুৎ চমকাল
সে কী বৃষ্টি! আর মফস্বলীয় ওমে তোমাকে খুঁজতে খুঁজতে
জমিতে মাটি ফুঁড়ে উঠি চিরল দুটি পাতা
কলস্বর কণ্ঠে নাকি মাটিতে সুভাষিত?
ঘনায়মান প্রত্যূষার আগে দেয়াল ডিঙিয়ে
ভালবাসায় প্রহরা বসিয়ে খুঁজি
প্রথম ঘুম ভেঙেছিল কূজন-নিস্তব্ধতায়
অথচ এই জেগে থাকা পাখি শিকারের জিঘাংসা!
কবে যেন বিদ্যায়তনে হারিয়ে গিয়েছিলাম
পাখি-মুখরতায়
তারপর আগুন আগুন
স্যানাটোরিয়ামের আগুন
সন্ধ্যাকাশে কলকাকলিময় তোমার প্রত্যাবর্তন
ইতিহাস ছুঁয়েও ছুঁতে পারছে না
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
ওবায়েদ আকাশ-এর কবিতা
কেমন কলস্বর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন