স্পষ্ট বাংলায়
দু-হাতে বুকের চামড়া ছিঁড়ে দেখিয়ে দিই রক্তাক্ত হৃৎপিন্ড
যার উপরে স্পষ্ট বাংলায় লেখা আছে ‘ভালোবাসা’ ––– এরকম
লেখা সকলের হৃৎপিন্ডেই পাওয়া যাবে, সবাই তবু তা
গোপন রেখেছে, একা, কেবল একা আমিই কোনো ইনফেক্শনের
ভয় না করে বুক ছিঁড়ে নিজের টাটকা হৃৎপিন্ড তুলে দিয়েছি
তোমাদের হাতে, বারবার, আর বারবার গজিয়ে উঠেছে পরের
হৃৎপিন্ডটি, বুকে ––– বুকের লোমশ উপত্যকায় হাত বুলোতে
বুলোতে নিজেকে কীরকম দানবিক বলে মনে হয়, মনে হয়
মা ও বাবা বলছেন, বাছা তোর কোনো কষ্ট হয়নি তো?
এইভাবে শত শত বাবা-মা তাঁদের শত শত সন্তানের জন্য আর্তনাদ
করে উঠছেন
অসাধারণ দাদা
উত্তরমুছুন