সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বিদিশা সরকার-এর কবিতা

পরিধি 

উপহারের ফুলগুলোতে কুন্ঠা,
আমার বিষয়েও –––

এই অন্যমানে যদিও সন্দেহপ্রবণ নয়
তবুও পূর্ণিমা বিষয়ে আর কথা,থাক 
আজ থাক বাক্ স্বাধীনতায় সংযম 
যা আমাদের বরাবরই ঠেলে দিয়েছে
এক একটি প্রকোষ্ঠে
আমরা চাষ আবাদের মধ্যে 
জলসেচের প্রয়োজনে নিযুক্ত করেছি শ্রমিক মৌমাছি
মধুঃক্ষরণের আ্যাপিয়ারি থেকে অন্নদাসকে বরখাস্ত করেছি 
আচরণের বর্ণবৈষম্যে 
অভিবাদনের পালক টুপি 
হারিয়ে ফেলেছি
অনুশোচনায়
হয়তো তুমিও জানো বিষাদের কারণে অবগুণ্ঠন
সমস্ত জিজ্ঞাসার উত্তর যেখানে সংরক্ষিত থাকে সন খ্রিস্টাব্দ সহ

 

1 টি মন্তব্য: