সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সোনালি বেগম-এর কবিতা

ভেসে থাকা

 

মমতা কামনা আসক্তির ঝড়

আনন্দ মোহ পরিবার সংসার

কীটপতঙ্গ হয়ে ধেয়ে যাওয়া

ওই প্রদীপের কাছে ––– দাউ দাউ

 

প্রেমিক-মন ছুটে বেড়ায়

বনজঙ্গল থেকে জনঅরণ্য পথঘাট

যেদিন তোমার সঙ্গে কথা হয় না

সেদিনটা অসম্পূর্ণতা ছেয়ে যায়...

 

সুখভোগ ফাইভস্টার হোটেল

মদ মেয়ে আর টাকার ঝটপটানি...

প্রতিবাদহীন চেয়ে থাকা

দুঃখহীন সুখহীন দিবসরজনী।

 

সমুদ্র হয়ে গেল জীবনসুধা।

আত্মসমর্পণ ছাদের কিনারায় কিনারায়

শুনতে চাইছি সেইসব নাচ গান

সীমাহীন আলাপচারিতায় আদিগন্ত

                                   অনুভবে অনুভব।

 

নুয়ে পড়া শরীর

ক্লান্তি অবসাদ নোনা ঘাম

তীব্রহাসির রেখায় কাঁপে ঠোঁট

এমন শ্রাবণবেলায় অসংখ্য মানুষের জোট

 

রাগ অভিমান হতাশা ভালোবাসা

উন্মত্ত সরোবরে দোলে শালুক জললতা

জীবনভর দোদুল্যমান এই ভেসে থাকা...

 

২টি মন্তব্য: