সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

প্রকৃতি নাড়িয়ে দিয়ে যায়

তুমি যেটাকে জীর্ণশীর্ণ ঝরনা ভাবছ
আসলে সেটা ছিল নদী, সরস্বতী নদী
পৃথিবীর বয়স ভারী হয়ে আসছে
চারিদিকে মলিনতা টের পাচ্ছ
অন্যদিকে ঝাঁ চকচকে রাস্তা
প্রতিটি কমপ্লেক্স এশিয়ান পেন্টসের বিজ্ঞাপন
এইযে বৈষম্য প্রকৃতি ও প্রকট আধুনিকতার
তার মাঝখানে তুমি দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত।

ঋতুদের নিয়ে তুমি কাটাছেঁড়া কর
আর গুলিয়ে ফেল হেমন্ত ও শীত
ইলেকট্রিক বিল দেখে তুমি ধাতস্থ হও
পর্যটনে যাবে বলে ছুটছ কুন্ডু স্পেশালে
শীতে না পেয়ে গ্রীষ্মের বুকিং
জম্মু কাশ্মীর কিংবা হিমাচল
ছোটবেলার প্রকৃতি তোমাকে নাড়িয়ে দেয়
শীর্ণ সরস্বতী নদী দেখে তোমার মনখারাপ হয়।

তুমি প্রিয় পর্যটনের জন্য চঞ্চল হয়ে ওঠো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন