মনের মতো মানুষ খুঁজতে খুঁজতে
চলে এসেছি খাদের কিনারে
মিনারে যতই ভালবাসার ছবি আঁকি
সব ফাঁকি মনে হয়। অথচ সভ্যতার
বিকাশে মানুষের অবদান কম নয় তবু
কোথায় যেন অনিশ্চয়তা হাতছানি দেয়।
তা না হলে কত সুন্দর হোত এই পৃথিবী
ঘরে ঘরে শোভা পেত সম্প্রীতির রঙিন
ছবি।
হানাহানি, মারামারি কত রকমের ঝকমারি সামনে এসে দাঁড়ায়
লোভ আর লালসায় পুড়ে ছাই হয়
মানবিক রূপ, পৃথিবী যেন অন্ধকূপ
মনে হয়,
অশ্রুসজল হয়ে ওঠে দুই চোখ
দেখে মানবতার পরাজয়।
ভালো
উত্তরমুছুন