চেয়ার
বিশাল ছাদের উপরে একটা ফাঁকা চেয়ার, আশেপাশে
কেউ নেই, মাঝে মাঝে অনেকে আসে নিশ্চয়ই, চেয়ারে
অলসভাবে বসে বসে তারা আকাশের মেঘ থেকে মানুষের
রক্তপাত দেখে, বিলাসী সুগন্ধের মতো শরীরে মাখে
রক্তের মাধুরী, কাউন্ট ড্রাকুলার মতো তীব্র আশ্লেষে
পান করে সেই প্রবল রক্তের বৃষ্টিপাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন