শ্যাম ও শুভ্রা
যদিও শ্যামসুন্দরের গাত্রবর্ণ আদৌ শ্যামল ছিল না
আর সৌন্দর্যেরও কোন ছিটেফোঁটা ছিল না তার গায়ে
তবুও অবোধ মন কিশোরী কন্যা শুভ্রার
সেই শ্যামকেই ভালোবেসে রাধিকা সেজে অপেক্ষায় ছিল
সারাটা সকাল দুপুর সন্ধ্যে সারাটা বর্ষাকাল
জানা নেই শুভ্রা রাধিকার এই আকুল ব্যগ্রতার কথা
জানা ছিল কিনা শ্যামের
হয়তো জানা ছিল অথবা ছিল না
জানা থাকলেও নিরুপায় ছিল শ্যাম
কেননা ইদানীং শ্যামকে ছেড়ে গেছিল তার
এতদিনের অর্জিত সুর তাল লয়
ছন্দের পাপড়িগুলো ঝরে পড়েছিল ছন্দহীন মুদ্রায়
কেন যে এমন হয় কেনই বা সুর বিপথগামি হয়
তাল কেটে প্রতি পদক্ষেপে শ্যাম কেন ধরাশায়ী হয়
অবোধ কিশোরী কন্যা শুভ্রা বোঝে না সে গূঢ় আখ্যান
শ্যামের মোহন বাঁশী সুর তাল ছন্দ যদি ফিরে না পায় আর
শুভ্রা রাধিকার দু’পায়ের নূপুরে জাগবে না কোনো ঝংকার
পড়ে খুব ভালো লাগলো।
উত্তরমুছুনউঠুক ঝংকার... বাজুক নূপুর হে কবি....✍️
উত্তরমুছুনঅনবদ্য সৃষ্টি
উত্তরমুছুন