কার্তিক-অঘ্রাণ মাসে
হেমন্তের পাকা-ধানরোদে
নবান্নের আগাম আশ্বাস বাসে।
সোনালি-পিঙ্গল ধান বৃক্ষের শব
সারি দিয়ে শুয়ে মাটির বিছানায়।
শ্রান্ত কৃষক বৌটিও ছায়া পেতে শোয়
বুড়ো নিমগাছটার তলায়।
এক প্রস্থ বোঝাই-গাড়ি নিয়ে গেছে স্বামীটি তার
নিকোনো খামারে পালোই সাজবে এবার।
এইতো আর ক’টাদিন শুধু প্রতীক্ষা;
ঘরেফিরে জামগাছটির নিচে উঠোন প্রান্তে
কাঠের জ্বালে সিজিয়ে নেবার অপেক্ষা;
প্রসব হবে জীবনদায়ী ধূসর শস্যদানা।
হাসি ফিরে আসবে মরদের দু-চোখে
হাসি ফুটবে সন্তানের ক্লিষ্ট করুণ মুখে।
দু-মুঠো শিউলি ফুলের মতো অন্নদানা
ভাতের থালা ছাড়িয়ে মেলবে ডানা–––
হেমন্তের আকাশে।
নবান্নের দিন সূচিত হবে মঙ্গলশাঁখের রবে।
দারুণ .. দারুন .. Ranti Da তোমার কবিতা পড়লে, শুধু মাস নয়, Season-এর উপলব্ধি প্রাণ ছুয়ে যায় 🙏
উত্তরমুছুন