মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : রোশনি ইসলাম

হারিয়ে যাচ্ছি

 

ফিনল্যান্ড

             হাজার হাজার হ্রদের দেশ।

বোটিং ফিশিং

              চমৎকার সব আয়োজন।

উল্লাস –––

স্কি-স্টিক হাতে হাতে

বরফ-চাদরে হারিয়ে যাচ্ছি ক্রমশ।

 

৭টি মন্তব্য:

  1. সংখিপ্ত তবুও গভীর অনুভুতির প্রকাশ ॥ অভিনন্দন॥

    উত্তরমুছুন
  2. সুন্দর ছবি! কিন্তু হারিয়ে যাওয়া চলবে না!

    উত্তরমুছুন
  3. সৌমিত্র চক্রবর্তী১৪ নভেম্বর, ২০২২ এ ১০:২০ AM

    চমৎকার কবিতা। ভালো লাগলো।

    উত্তরমুছুন