বহুদিন অভ্যাসে তুমি রাত্রি হলে স্নান কর
অন্ধকারে তোমার পায় স্নান- আর্তি- উৎসব
আলোর অভাবে তুমি ভালো থাক
বিষাদের অন্য নাম উচ্চ সমারোহ।
তুমি বল কাছে আসতে হলে কিছু কান্না চাই,
কান্না কথা মন্দ নয় ছন্দেও মানায়।
বৃষ্টি ঝরে অন্ধকারে রুদালীর বসন্তপলাশ।
ভূমিকাও চেয়ে বস তারপর জলোচ্ছ্বাসে
উৎসমুখ খোল; নিষ্কম্প বিরহে কাঁপে কালো রাত।
এরপরে তুমি কী বলবে জানি
নিরুদ্ধ মিলনে বড়ো মূল্য চোকানো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন