মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : দুর্গাদাস মিদ্যা

অন্বেষণ

ভাবনার ভারে ভারাক্রান্ত আমি
যতবার থামি ভাবনার কাছে এসে
হেসে কেউ বাড়ায় না হাত। 
সেই কারণে অভিঘাত সৃষ্টি হয় মনে –––
জয়ের আশায় হেঁটে যাই যতদূর
সামনে এসে দাঁড়ায়  পরাজয় কারণে অকারণে। 
সকরুণ চোখে দেখি আলোকিত উজ্জ্বল দিন  
মলিন হয়ে যায় অজানা ইশারায়। 
কে জানে কখন ভারমুক্ত হবে মন
কখন দূর হবে অবাঞ্চিত চিন্তার আগ্রাসন। 
কেন এতো দ্বিধা দ্বন্দ্ব বার বার ফিরে আসে মনে, 
সেই ভাবনায় দিন কেটে যায় গভীর অন্বেষণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন