নতুন নক্ষত্র
দুটি গুল্ম জড়াজড়ি শুয়ে থাকে একই পাঁচিলে
উদ্ভিদ-বিজ্ঞানীরা ভিন্ন নামে তাদের চেনেন
আমাদের কোন লাভ হয় তাতে, বলো?
কিছুর তোয়াক্কা না করেই
মরা পাতা ফেলে দিই শালীন যত্নে
তুমি জল দাও, সার দাও
আমি খুঁজে আনি রোদের মহিমা।
... দিন যায়... রাত যায়... গেল বছর বছর
আসন্ন শীতের বাতাসে জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র
বসিরহাট অঞ্চলের নিভৃত বাগানে, 'ইছামতী ল্যাবে' –––
সরকারী কর্তারা ভাবুন কি তার নাম হতে পারে...
অনবদ্য আরেকটি কবিতা। ভালোলাগা রেখে গেলাম।
উত্তরমুছুন