হেমন্তের বিকেল
আমার পাশে শুয়ে আছে অস্তগামী বিকেল
কেউ বুঝি পেতে রেখেছে হেমন্তের স্নিগ্ধ বিছানা
কোথা থেকে যেন ভেসে আসে শিশিরের গন্ধ
ধানের শিষের দুধ জমাট বেঁধে পেয়েছে পূর্ণতা।
উদাস আকাশ থেকেই বুঝি সন্ধ্যা নামবে এবার
শরতের ভাসমান মেঘে যেসব কারুকার্য ছিল
পাততাড়ি গুটিয়েছে হৈমন্তিক গোধূলি বিকেলে
ঘাসের সবুজ টের পেয়ে তার অপ্রসন্ন মালিন্য।
মৌসুমী বায়ু নির্বাসন নিয়েছে কোনও এক ভোরে
ওরা খবর দিতে চলে গেছে পরিযায়ী পাখিদের
তাদেরই ডানায় তো চুপিচুপি চলে আসে শীত
এইসব খোঁজ রাখে হেমন্তের প্রতিটি বিকেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন