মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : অধীরকৃষ্ণ মণ্ডল

গনগনে আঁচে বৃষ্টির পাখনা

প্রথমবারে ঝলসে ওঠে পাখনা
দ্বিতীয়বারে পুড়তে থাকে রহস্য
তৃতীয়বারে গলতে থাকে বেদনা
চতুর্থবারে নামতে থাকে রসকলি
পঞ্চমবারে ছিটোতে থাকে মাধুরী
ষষ্ঠবারে বিঁধতে থাকে মানসী
সপ্তমবারে গিলতে থাকে টোপ
অষ্টমবারে ঝুলতে থাকে দড়ি
নবমবারে দুলতে থাকে শরীর
দশমবারে হাসতে থাকে গৌরবী।
 

৪টি মন্তব্য: