মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : নাসের হোসেন

 

আবেশ


এটুকুই বলার ছিল তার বেশি কিছু নয়

জগতে ভালোবাসার জন্যই সবকিছু, সুতরাং

তোমার প্রথম কর্তব্য হচ্ছে ভালোবাসা, তারপর

অন্যান্য কর্তব্যসমূহ। তুমি কি কেবলি নিসর্গ-সৌন্দর্যে

বিভোর হয়ে থাকো, এছাড়া আর কিছু চাও না,

তবে তাই হোক, তবু দ্যাখো তো, এই যে অপার

নিসর্গ, তার সুন্দর মুখের কোথাও-কোথাও

ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, যদি তাই হয়, সেটাকে সারাও।

 

৬টি মন্তব্য:

  1. সৌমিত্র চক্রবর্তী১২ নভেম্বর, ২০২২ এ ৭:২৭ PM

    মন্ত্রমুগ্ধের মত পড়লাম। "জগতে ভালোবাসার জন্যই সবকিছু ..."। আহা!

    উত্তরমুছুন
  2. এমন কবিতা লেখা নাসের ভাইয়ের পক্ষে সম্ভব। মুগ্ধ...

    উত্তরমুছুন
  3. আহা! নাসেরদা! দেখিয়ে দিলেন ভালোবাসাই জড়িয়ে আছে সবখানে।

    উত্তরমুছুন
  4. আবদুর রাজ্জাক: বাহ্ কী সুন্দর কবিতা

    উত্তরমুছুন