আবেশ
এটুকুই বলার ছিল তার বেশি কিছু নয়
জগতে ভালোবাসার জন্যই সবকিছু, সুতরাং
তোমার প্রথম কর্তব্য হচ্ছে ভালোবাসা, তারপর
অন্যান্য কর্তব্যসমূহ। তুমি কি কেবলি নিসর্গ-সৌন্দর্যে
বিভোর হয়ে থাকো, এছাড়া আর কিছু চাও না,
তবে তাই হোক, তবু দ্যাখো তো, এই যে অপার
নিসর্গ, তার সুন্দর মুখের কোথাও-কোথাও
ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, যদি তাই হয়, সেটাকে সারাও।
Bhao
উত্তরমুছুনমন্ত্রমুগ্ধের মত পড়লাম। "জগতে ভালোবাসার জন্যই সবকিছু ..."। আহা!
উত্তরমুছুনএমন কবিতা লেখা নাসের ভাইয়ের পক্ষে সম্ভব। মুগ্ধ...
উত্তরমুছুনখুব ভালো লাগল।
উত্তরমুছুনআহা! নাসেরদা! দেখিয়ে দিলেন ভালোবাসাই জড়িয়ে আছে সবখানে।
উত্তরমুছুনআবদুর রাজ্জাক: বাহ্ কী সুন্দর কবিতা
উত্তরমুছুন